সংবাদসংস্থা মুম্বই: বাবা যদি সফল হন, তা হলে পুত্রের সঙ্গে তাঁর তুলনা টানা স্বাভাবিক। একই ঘটনা ঘটেছে ইরফান খানের পুত্র বাবিল খানের সঙ্গে। বাবিলকে দর্শক 'কালা' এবং 'দ্য রেলওয়ে ম্যান' ওয়েব সিরিজে দেখেছেন। সম্প্রতি, বাবিলকে 'জি ফাইভ'-এর লগ আউট সিরিজে দেখা যাবে। পরিচালনায় অমিত গোলানি। 

 


নতুন করে নিজেকে এই সাইবার ক্রাইম থ্রিলারে ফুটিয়ে তুলেছেন বাবিল। প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে হিসাবে বলিউডে নিজের জায়গা তৈরি নয়। এবার বাবিল খান হিসাবে নিজের পরিচিত গড়ে তোলার চেষ্টায় রয়েছেন অভিনেতা। 

 


সম্প্রতি, এক সাক্ষাৎকারে আগামী সিরিজ নিয়ে কথা বলেছেন বাবিল। সেখানে নিজের স্বপ্ন সুন্দরীর কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা। সাক্ষাৎকারে বাবিলকে মুম্বই সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, তিনি কোন বলি অভিনেত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান? একটুও না ভেবে বাবিলের জবাব, 'সানিয়া মালহোত্রা'। এই জবাবেই তিনি বুঝিয়ে দেন যে, মনে মনে সানিয়াকে বেশ পছন্দ করেন।

 


প্রসঙ্গত, বলিউডে পা রাখার জোর প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দার পুত্র যশবর্ধন আহুজা। শেষমেশ সেই সুযোগ তিনি পেলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সাই রাজেশের হিন্দি ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখতে চলেছেন যশবর্ধন। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জোর খবর, তাঁর পাশে অন্যতম মুখ্যচরিত্রেকে দেখা যাবে অভিনেতা বাবিল খানকেও।